একটি ইসলামি শিশু শিক্ষা প্রতিষ্ঠান
প্রতিষ্ঠানের ইতিহাস ও অবস্থান
খান-ই আযম খান জাহান আলী (রঃ) এর পণ্যভূমি বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন এর অন্তর্গত রণবিজয়পুর (পশ্চিমপাড়া) এ প্রতিষ্ঠিত হয়েছে "মাদরাসায়ে নূরিয়া বাগেরহাট" ।এই প্রতিষ্ঠানের বিদ্যালয় বিভাগের লেখাপড়ার মান উন্নত থেকে উন্নততর করার লক্ষে হাফেজ মাওলানা জালালুদ্দীন সাহেবের সৎ নিয়ত ও অক্লান্ত প্ররিশ্রমে প্রতিষ্ঠিত সনামধন্য ইসলামি শিশু-শিক্ষাপ্রতিষ্ঠান “ইকরা একাডেমি” র একটি শাখা অত্র প্রতিষ্ঠানের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে চালু করা হয়েছে। যার শিক্ষা কার্যক্রম ২০১৯ ঈসায়ি সনের ১লা ডিসেম্বর থেকে শুরু হয়ে বর্তমানে চলমান রয়েছে।
এই প্রতিষ্ঠানের জমি দাতা,
জনাব মাষ্টার শেখ আব্দুর রহমান (এবং তার পরিবার) ।
প্রতিষ্ঠাতা পরিচালক,
মাওলানা মোঃ আমিনুল ইসলাম
প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীদের ও সর্বোপরি এলাকাবাসীর সমন্বিত প্রচেষ্টার ফল এটি। এলাকাবাসীর সেবার মনোভাব নিয়ে মান সম্পন্ন শিক্ষা প্রসারে এবং কৃতিত্বপূর্ণ ফল অর্জন করে এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে একটি স্থান করে নিয়েছে। প্রতিষ্ঠানের সার্বিক ক্ষেত্রে সফলতার জন্য মানুষের মাঝে এক ধরনের চাহিদা সৃষ্টি হওয়ায় তাঁরা তাঁদের কোমলমতি ছেলে মেয়েদের এই প্রতিষ্ঠানে পড়াশুনা করাতে যথেষ্ট আগ্রহী হয়ে উঠেছেন। প্রতিষ্ঠানের সাফল্যে অভিভাকগণের মধ্যে ইতিবাচক প্রভাব ছাড়াও বিভিন্ন পর্যায়ে বেশ প্রসংশনীয় অবদান রাখছে। সবকিছুর মূলে রয়েছে প্রতিষ্ঠানের অটুট শৃঙ্খলা, শিক্ষকগণের একাগ্রতা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণের মধ্যে সমন্বয় সাধন। শিক্ষার্থীদেরকে উপযুক্তভাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদের রয়েছে বিরামহীন চেষ্টা ও পরিকল্পনা এবং মহান আল্লাহর অশেষ রহমত পাওয়ার প্রার্থনা।
"নিবেদক"
মাওলানা ক্ব-রী মুহাম্মদ আমিনুল ইসলাম
02-06-2019
02-06-2019
02-06-2019