শাখা পরিচালক ........
ইসলামি শিক্ষাই মুসলিম জাতির মেরুদণ্ড।
একজন মুসলিমের প্রকৃত ভবিষ্যৎ তথা পরকালীন জীবন গঠনে ইসলামি শিক্ষা ও আদর্শের বিকল্প নেই। এ শিক্ষা ও আদর্শ গ্রহণের সুপ্ত প্রতিভা বা যোগ্যতা আল্লাহ তা‘আলা প্রতিটি শিশুর মাঝে জন্মগতভাবেই রেখে দিয়েছেন। কোমলমতি শিশুদের মাঝে এ প্রতিভা বিকাশের জন্যই “ইকরা একাডেমি (বাগেরহাট শাখা)” ।
আশ্চর্য হলেও সত্য যে, মুসলিম সংখ্যাগরিষ্ট এদেশের অধিকাংশ শিশু এখনো ইসলামের মৌলিক শিক্ষা, ইসলামি সুমহান আদর্শ এবং সত্যিকার ইসলামি জীবন গঠন থেকে বঞ্চিত। সে কারনেই ধর্মপ্রাণ অভিভাবকগণ তাদের সন্তানদের প্রাথমিক শিক্ষা নিয়ে রীতিমত চিন্তিত।
তাই ইকরা একাডেমি এগিয়ে এসেছে চিন্তিত অভিভাবক দের পাশে দাঁড়াতে। যেখানে প্রতিটি শিশু মানসম্মত সাধারণ শিক্ষার পাশাপাশি প্রকৃত ইসলামি শিক্ষা ও আদর্শের আলোকে গড়ে উঠবে।
সুতরাং আপনার সন্তানের প্রকৃত ভবিষ্যৎ নিশ্চিত করার এবং তাকে পূর্ণ ইসলামি ভাবধারায় গড়ে তোলার এক ব্যতিক্রমধর্মী
প্রতিষ্ঠান “ ইকরা একাডেমি (বাগেরহাট শাখা)” ।
"নিবেদক"
মাওলানা ক্ব-রী মুহাম্মদ আমিনুল ইসলাম
02-06-2019
02-06-2019
02-06-2019